স্বরিনিয় বরনিয় দিন এলো আবার
আজ এই ১৬ ই ডিসেম্বর ।
যারা বিসার্জন দিয়েছে সম্মান সন্তান বর,
এগারটা সেক্টরের যারা ছিল কমান্ডার,
লাক্ষ লাক্ষ ছালাম ও সুভেচ্ছা তাদের উপার ।
আজ এই ১৬ ই ডিসেম্বর
ত্রিশ লক্ষ শহিদের রক্তের উপহার
এ বিজায় তোমার আমার
টেকনাফ থেকে তেতুলিয়া সমগ্র বাংলার ।
আজ এই বিজায় দিবাস
চাপা ব্যথা বুকে রেখে করি উল্লাস ।
যত দিন থাকবে বকুল গান্ধা হাচনাহেনার সুবাস,
যত দিন থাকবে ধরনির বুকে ঐ সুনিল আকাশ,
তত দিন থাকবে এ বিজায় উল্লাস
থাকবে বাঙ্গালিদের বুকে শহীদ্দের আবকাশ ।
এসো জাগ্রত জনতা
হাতে রেখে হাত, আর একবার করি প্রতিঙ্গা !
ওরা রক্ত দিয়ে ধুয়ে মুছে করেছে দান পবিত্রা
আমরা গড়িব বেহস্তখানা, ঘুচিয়া  সব দুর্দশা ।