খোপায় বাধা মেঘ বরণ কেশ,
করে দিলাম চিরনি
বুকে টেনে আদর করে বল্লুম সুনন্দরি,
তোমার চু্লের ঘ্রাণে রুপের টানে
হয়েছি প্রেমের বৈরাগী
হৃদয় মাঝে রাখব তোরে
আমার সারা জিন্দেগি।
সে মিষ্টি ধিক্কার দিয়ে বল্ল হয়েছে
বন্ধ করো তোমার পাগলামি।
সে শাড়ি পরতে জানতোনা তাতে কি,
তবুও সে মাঝে মাঝে শাড়ি নিয়ে
করতো পাগলামি
কারণ, শাড়িটা যে আমি খুব পছন্দ করি।
আমি দেখে তার আল্লাদি
নিজ হাতে কুচি ধরে পরিয়ে দিতাম শাড়ি।
তুমি বিদয় নিয়ে চলে গেলে
রেখে গেলে বিরাহ সৃতি
আমি সেই বিরাহের দহনে,
প্রতিদিন হাজারবার মরি বাঁচি,,,,সংক্ষিপ্ত