নিড় হারা পাখি আমি
বৈঠা বিনে তরি ।
হৃদয় নামের মরুভুমিতে
একলা বসত করি ।
কে আমি কোথায় যাব,
কোথায় কি যে করি ?
দুচোখ নামের ঝরনা থেকে,
ঝরছে নোনা পানি ।


রাত ছাড়া চন্দ্র আমি,
মেঘ বিনে বৃষ্টি ।
আকাশ সমান হৃদয় নিয়ে
একলা বসত করি ।


ফুল বিনে ভোমরা আমি,
পাখনা বিনে উড়ি ।
প্রজা বিনে রাজা আমি,
একায় শাষন করি ।


সপ্ন বিনে মানুষ আমি,
তবু আশা পুসে রাখি ।
পৃথিবী আমার উল্টা দিকে,
আকাশ যেন মাটি ।


আকাশ বিনে রংধনু আমি,
সাগর পাড়ে খেলি ।
আমি কাদলেই পৃথীবিটা হাসে,
তাইতো আমি কাদি ।