মন যেন অবুঝ শিশু
এতোবার বোঝায় সেতো বোঝেনা কিছু।
হঠাৎ জানি কি ভেবে
ডুব দিলি ঐ প্রেম সাগরে
সঙ্গে নিয়েছো যারে
সে কি সুধুই প্রেম কুমারী ?
নাকি জল কুমারিও হতে জানে ?
যখন অথোই জলে হাবুডুবু খাবে
কুলের দিশা ভুলে।
ওরে মন, তুই কোন ললনার টানে,
উড়েছো ডানা মেলে ?
সে কি সুধুই ললনাময়ি,
নাকি আসমানীও হতে জানে ?
যখন হারিয়ে যাবি
নিলিমার ঐ লক্ষ তারার মঝে ।
যে রমণি তোমার,
তারে দাও শত ধিক্কার কষ্টের পাহাড়
তবুও সে আসবে ফিরে,
হাসি মুখে বারবার।
ওরে মন, আঝো তুই বুঝলিনা !
যেদিন তোর ললনা করবে ছলনা
সে দিন ভাঙ্গবে সব আবেগি ধারনা
সে দিন থাকবে না আর বাচিবার ইচ্ছা
মন তুই রঙ্গগিলা,
তোর রং দেখে অন্যরা হবে আনন্দে মাতয়ারা
তবে অন্যকে করো যদি রাঙ্গা
তুমি হবে রং হারা হবে নৃশংসতা  ।