গ্রাম্ম পরি সুর্বনা
জানি তোমার সময় আর হবেনা !
বকুল ফুল ফুটে ঝরে যায়
তবুও বকুল গন্ধ ছড়ায় ।
তুমি সুতায় গেথে,
ঐ সোনা গলায় বাধিবে তাই ।
কদম ফুল পাপড়ি ঝড়িয়ে টাক হয়
আবার পাপড়ি গজায়
তোমার এলো চুলে জড়াবার আশায় ।
কৃষ্ণচূড়া  রঙ্গে রাঙ্গা,
ঝন ঝন নুপুর পায়ে
মিষ্টি হাসি আর কথার ঝুড়ি নিয়ে
আসবে গ্রাম্ম পরি সুর্বনা ।
ব্যাকানো শিখরে বসে,
কড়ি হাতে খেলবে খেলা
করবে দুষ্টুমি একটা বেলা ।


তুমি আসবে বলে তাই ।
গোছলের সময় শাপলা শালুক
কচুরি পানার ফাকে উকি দেয় ।
বাড়ির পশ্চিম পাশের তেতুল তলায়,
পাড়ার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা ভিড় জমায় ।
তবে গোল্লাছুট কানামাছি রিমঝিম পাতা আনাআনি,
চু কিত কিত পাঁচ গুটি খেলার আসর তো আর নায়
নায় সেই মুখরিত কোলাহল পাড়ায় পাড়ায় ।


রুপের রানি সুর্বনা
জানি তোমার সময় আর হবেনা!
তাই জ্বোছনা ভরা রাতে আকাশ ভরা তারা
টিপ টিপ জ্বোনাকির আলোতে
এখন আর হয় না লুকোচুরি খেলা ।


মায়াবিনি সর্বনা
জানি তুমি আর আসবে না ।
বোদলে গেছ তুমি
বদলিয়েছ মনের চাওয়া ।
তাই  পাড়ার ছেলেটার জন্যে
এখন তোমার সময় আর হবে না ।
যে ছিল তোমার পাসে
সারাটি খন সারাটি বেলা  ।
কারো বিদয়ে যদি ঝরে
দুচোখের অশ্রু ফোটা
তবে সেটায় প্রকৃত ভালবাসা।