দীপহার সরবর উত্তাপো রবি
বঙ্গবিহানো তব ভাবনায় কবি
যথাতথা মগজ উঠঘট বানি
নিন্দুকের নরকে উম্মদ আমি
এ নব কৃষ্টি আজি বাঙ্গময়
বহমান খরতর হৃদয়ের্ পাড় ধসায়
আজি সপ্ন সধায় রঙ্গিল নেশাই করি আহবান
এ নব কৃস্টি কাড়িবে দৃস্টি হব অমরোতবান
পুথীগতবিদ্যায় অন্তসত্তা,
পেয়েছ দস্তগিত,ধন, মধ্যবিত সত্তা
প্রাকৃতবিদ্যা বিনে বীথা অমরত্তা
হে মানব কর শক্তির্ চর্চা
দোহিকশক্তি ক্ষনস্থায়ি, অল্প করি ব্যয়
অন্তঃশক্তি অফুরান্ত, চর্চায় বৃদ্ধি পায়
যদি শক্তি ভগনঃশে যায় অন্তঃশক্তি হিমালয়
দোহিকশক্তি একটুকরা সুভরো তুললো ন্যয়
ওরাই দুরবল ব্যর্থতার গ্রাস হয়
যারা আন্তঃশক্তি বিনে মেতেছে জয়ের নিশায়
হে বাংলার্ জনতা চল অর্জন করি প্রাকৃতবিদ্যা ,
করি অন্তঃশক্তির চর্চা
আমরা হতে চায় ধরনীর বুকে দীপ্ত আলোর নিশানা