আমি সচোখে দেখি নায় তুফানের গ্রাসিতা
হাজার হাজার ঘর বাড়ি ও প্রানি কুলের প্রতি হানা।
আমি দেখিনায় এমন কোন দুর্ঘটনা
যেখানে মানুষের তাজা প্রাণ গুলো
কোই মাছের মত ছটফট করে চলে যাওয়া।
আমি দেখিনায় এমন কোন দাদা
যে এক কোপে নামিয়ে দেয় মানুষের মাথা।
তবে দেখেছি এর চেয়ে কঠিনোতম জঘ্যনতা।
দেখিছি তোমার মত নিঃষ্টুর ছলোনাময়ির প্রতারনা।


বলো,কি দোষ ছিল আমার?
ভুলিয়ে কাছেটেনে, পুড়িয়ে করলে ছারখার।
আমি তো ছিলাম বেশ ভালো
যখন পায়নি তোমার ভালোবাসার আলো।
সারা দিন খেলাধুলা আর পড়াশুনায় ছিল মন
দেখিনি চোঁখ রাঙ্গানো, পায়নি বাবার শাষন।
হঠাৎ তুমি কাছে এলেই বদলে গেল মন
সব ভুলে করছি তোমাকেই আপন।
দিনে রাতে সারাখন তুৃামার  ভাবনা
তুমি ছিলে এদেহের প্রাণ,ছানিয়া।
চাঁদের আলোয় তুমার আমার যখন হতো দেখা।
দুচোখের জলঝরিয়ে বলতে তুমি, আমায় ভুলোনা।
তুমার চোখের জলগুলোও করেছে ছলনা
সাপের মত বদলে নিলে গায়ের খোলসটা।
বা, ছানিয়া, বা, হয়না তোমার তুলোনা।