চাঁদ উঠেছে নিল গগনে
দেখবে খোকন সোনা
হাজার তারার  হাসি যেন
সোনা মুখে ভরা


খোকন সোনা চাঁদেরকণা
ঘর করে উজ্বালা
আধার রাতের জ্বোনাক আমার
সিন্দু ভরা সোনা


হাজার ফুলের একটা তোড়া
আমার খোকন সোনা
সাত পৃথিবীর একটা রাজা
মায়ের কোল জোড়া


ভাত দেব না, পান দেব না
মূখে দেব কি?
টাটকা ফুলের মধু দেব
খাঁটি দুধের ঘি।


দাড়ে দাড়ে খোকন সোনার
নরম দুটি পা
আর কিছু দিন পর করবে
কাবাডি খেলা


রাগ করেনা  ময়না টিয়া
রাগ করে যে পচা
খোকন হবে দশের সেরা
গর্ব করবে মা।
খোকার জন্য আনবো কিনে
লাল টুকটুকে বউমা।