আমি কবি গুরু রবীন্দ্রনাথ কিংবা
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম না।
শেরে বাংলা এ কে ফজলুল হক
মাওলানা ভাষানী কিংবা
শেখ মুজিবের মত দেশ দরদী জননেতা  না।
আমি ক্ষুদে বঙ্গ প্রেমি ক্ষুদে বঙ্গ কর্তা।
আর অন্যয় অত্যাচার সহিব না
বলিব সর্বদা দেশ মাটি জনতার কথা।
ওরা যতোই বলুক কটু কথা দিবে কত কঠিন সাজা।
আমি আমার নীতি থেকে পিছু পা হবার না।
এই বাংলার মাটি এই বঙ্গবাণী
সাহসিকতার জন্ম দাতা।
আমার কাছে ভালো ওই দল ওই নেতা
যে নেতা দেশের জন্য জীবন দিতে দ্বিতীয় বার ভাববে না।
মৃত্যুর মুখে দাড়িয়ে বলতে রাজি
জয় বাংলা জয় বাংলা।