মফেজ কাদে চোখের জলে
হাত বুলিয়ে টাকে
কি সর্বনাশ করছে মোরে
হাকিম কবিরাজে !
একটা পান ছিড়েছি না হয়,তার বোরজ থেকে!
সেই অপরাধে,
মাটি পড়ে ফু মেরেছে
চুলগুলো সব ঝইরা গেছে
লোকে এখন ডাকে আমায় মাকুন্দ বলে !
তার দুঃখে নাপিত বলে
ব্যবসা আমার লাটে
যদি এমন হয়তে থাকে !
মফেজ চলে রাস্তা দিয়ে
হাত বুলিয়ে টাকে
আবুল মিয়ার মনে
বড় দুঃখ দুঃখ লাগে
বেচারার টাক সুখিয়ে গেছে
চৈত্র মাসের রোদে
তাই এক খাবলা থু মেরে
ডইলা দিছে টাকে
মফেজ ভাবে মনে মনে
সরিসার তেল পড়েছে টাকে
তাইতো মফেজ দুঃখ ভুলে
হেটে চলে আনন্দে
চলতে চলতে দেখা হলো কাবলিয়ালা সনে
কাবলিয়ালা বলে,
মফেজ  তোমার টাকে
কেন এতো ঝিলিক মারে কোন কারনে?,,সংক্ষিপ্ত