চোখের কাজল মিথ্যার বাধন
ক্ষন স্থায়ি এ রঙ্গিল ভুবন।
করি সাধন ভজন করি মগজে মহাযশ ধারন
ওরে কেহ নয় সাধু মঙ্গলোময় নারায়ণ।
ভক্তের ভক্তি সত্যের শক্তি
জয়ের অভিলাষের কাছে জনম ঋণী।
নাম খ্যাতি ঐশর্ষ্যতা করিতে মগনো সম্মানকে পূজা।
আদর স্নহ যত্ন করে হবে সব বিথা
যদি না ম্যালে হক্কানী আর্দশ্যতা।
সন্তানের মুখের মধুর বুলির মধুরতা
নহে অনুভবনীয় রাক্ষসী অনুড়া।
সহস্র ভাগে ভাগ করে এক টুকরা বিবেক কর খাড়া
মোরা কুল খাওয়া আত্তা পঁচা সর্বনাশা
নায় কোন নিস্তার পরম করুনাময় বিধাতা ছাড়া।