বাড়িয়ে  কোন লাভ হবে না
কারন আমি জন্ম কানা
আমি  আমার মতো করে সাজিয়েছি জীবনটা
মানিয়ে নিতে শিখেছি দুঃখ ব্যথা
তাই দুঃখকে আর ভয় লাগেনা
ভয় লাগে সুখের বোঝার
কারন সুখের বোঝার ওজন বেশি
যদি না বহিতে পারি
তখন দুঃখটাও কাল হয়ে মারবে ছুরি।


আমি য়েন নাটায়ের সুতায় বাধা রঙ্গিল কোন ঘুড়ি
আমাকে উড়িয়ে ভালো লাগাটা উপভোগ করছে
নাটায় হাতে বসে আছে যিনি


বিশাল আকাশে বুকে মুক্ত বাতাসে
উড়তে দেখেছ তুমি
গলায় বাধা চিকুন সুতা
তোমার চোখে পড়েনি


আমি আবেক ময়ি
বাস্তবতার ভয়ে কল্পনার জগতে লুকিয়ে থাকি
তোমাকে নিয়ে বাস্তবতার সাথে
লড়াই করতে পারবনা আমি।