ওরাই নষ্ট ওরাই দুশ্চরিত্রা
যে নারী নিজের দেহ দেখিয়ে পায় মজা।
গান্দা গোলাপ গাছের ডালে
শাপলা ফোটে নদীর জলে
নারীদের সাজ পর্দা করে শালীনতার মাঝে।
যারা ইমান নিয়ে যেতে চায় গোরে
তারা যেন পর্দা করে
পর্দা বিনে নর নারী কেও যাবেনা যান্নাতে।


আজ সমাজ রসাতলে,
ধর্ষন হয় পথে ঘাটে আপন পর ভুলে।
পর্দা বিনে নারী দেখলে
পাড়ার যত যুবক ছেলে
দুধের সাধ মিটায় ঘোলে।
প্রশ্ন করি তোমাদের তরে
গঙ্গা জলে স্নান করিলে
সম্মান কি পাবে ফিরে?
এসো নারী পর্দা করি
রক্ষা করি জাতি
পর্দা করা নারী যেন
নিল আসমানের জ্যোতি।