একই রক্ত মাংস দারা গঠিত
এক আত্তার দুই অস্থিত্ত
এক মায়ের গর্ভে দুজনার জন্ম
আমি বড় সিয়াম ছোট্ট।


ফল কাটিলে আলাদা হয়
কিন্তু জল কাটিলে নয়।
দুধে জলে এক হয়
তেলে জলে  নয়।
ভাই ভাইয়ের দন্দ হয়
তবে এ সম্পর্ক ছিন্ন হবার নয়।


রক্তের টানে রক্ত ছোটে
ভক্তের টানে যিশু
যার পোড়া তার জ্বলে
লোকের মূখে উহ-হু।