চলোনা সুর্বনা, হাতে রেখে হাত
হারিয়ে যায় কোন দুর অজানা
যেখানে তুমি আমি দুজনা
করবো আবার প্রেম রচনা
থাকবেনা মানুষের কোন বাধা


যেখানে দিন ছাড়া, কখনো রাত আসেনা
যেখানে সারা বেলা, তারারা করে খেলা
রংধনুর রঙ্গে দুজন হব যে রাঙ্গা


যেখানে গাছে গাছে ফুল আর ফলে ভরা
যেখানে নদীর জলে নায় কোন জেলেরা
সেখানে তুমি আমি বাদবো বাসা
             দিয়ে খড়কোটা