নিদ্রাহীন দুটি আখি,বেদনায় পূর্ণ হৃদয়,
ভাবনাময় আমার ধরণী ।
কখনো ডানে কখনো বায়ে,
বিছানার এ প্রান্ত থেকে ও প্রান্তে ।
একটা মাত্র বালিস,
কখন মাথার নিচে, কখনো দুপায়ের মাঝে ।
নিঃশব্দে  নিশি তবু কানে ঝিঝি করে।
হটাৎ জানালার পাসে তোমার সৃতিগুলো কড়া নাড়ে ।
আমি দু-হাত বাড়িয়ে শূর্ন্য হৃদয় পুর্ন্য করেছি,
আবার সেই সৃতিতে ।
ওরাই  আমার প্রকৃত বন্ধু, নিঃসঙ্গ ভুবনে ।
ওরা সারা খন তোমায়  নিয়ে ভাবাই
কখনো সুখ দেয় কখনো দুখের সাগরে ভাসায় ।
আমি প্রতিদিনি ওদের তাড়াই,
যখন তোমায় নিয়ে বাজে কথা কয় ।
জানো সানিয়া,
আজ ওরা বলছিল কি আজব কথা!
এতোই যখন বাসলো ভালো,
তবে ভুলে গেল  ক্যা?
তাই আজো দিয়েছি ধিক্কার,
বলেছি দুর হয়ে যা! দুর হয়ে যা!
আর কখনো ফিরে আসবিনা
কিন্তু আজো পারলমা!
কারণ, ওরাই শুধু তোমাকে নিয়ে বলে একটু কথা ।
সানিয়া, ওরা আমাদের ভালবাসা বুঝলনা!
দিলনা ভালবাসার মর্যাদা!
ওরা  সিনেমা ভেবে উপহাস করে দিয়েছে এমন সাজা ।
তুমি ঠিকিই বলেছিলে ওরা কেও মানবেনা
চলো পালিয়ে যায় করিবো বিয়া ।
আমি পারিনি!
কারণ, আমার দুর্বল দরিদ্র পিতা মাতা ।
তুমি ও চাওনি ওদের মনে দিতে দঃখ যন্তনা ।
সানিয়া, মনে পড়ে কি?
পাচ বছর আগের এই দিনের কথা ।
প্রথম যখন তোমার গালে দিলাম একটা চুমা ।
চোখের অশ্রু ঝরিয়ে কেদে ছিলে সারা বেলা ।
আমার ভিতু হয়ে তোমার পাসে বসে থাকা
আমি বলেছিলাম কত কথা
তুমি কিছুতেই মানছিলানা ।
আমার ব্যর্থ হয়ে ফিরে আসা
তুমি পিছন থেকে ধরেছিলে হাতে পাতা ।
সামনে এসে বললে, আমাকে নিয়ে যাবানা?
সেদিন থেকে শুরু হলো,
দুজন দুজনার হাত ধরে চলা ।
তুমি হাতে হাত, চোখে চোখ, রেখে বলেছিলে,
কথা দাও এই হাত কখনো ছেড়ে দিবেনা।
সানিয়া, মনে পড়ে কি, আজ এই রাতের কথা?
যে রাতে তোমার বুকে প্রথম রেখেছিলাম মাথা
তুমি মাথার চুলে হাত বুলিয়ে বলেছিলে কত কথা
সেদিন থেকেই শুরু হল এক সাথে থাকা ।
সানিয়া,এ ভাবেই পাচ বছরের প্রতিটি বেলা
তোমার সৃতি গুলো দেয় দোলা ।
ভালবাসার প্রামভিক আছে
কিন্তু ইতি থাকেনা।
তোমায় নিয়ে বলতে গেলে শেষ হবেনা বলা।
যানিনা তুমি আমার এই লিখা পড়বে কিনা!
যদি পড়ো, ভালবাসার নয়ম মেলে খুজে দেখো,
প্রতিটা বর্নে পাবে আমার আশ্রু ফোটা
এটাই আমার ভালবাসার সার্থতা ।