(আমার কাজিনের প্রতি উৎসর্গ করে,
প্রথম মা হওয়ার সংবাদটি জেনে)

শিউলি শব্নম্ থাক্
তার আপন বৃত্তে।
মুক্তোরা বেড়ে উঠুক
আপন আলয়।
নাইবা ফিরে আসুক
রূপকথার রাত।
ঝিঁ ঝিঁ পোকার ডাক।
তবু;
স্নেহ মমতায় বেড়ে উঠুক
তোমার আজন্ম ভালোবাসা।
--------------------