তুমি আসবে বলে;
প্রতীক্ষায় আছে কৃষ্ণচূড়া লাল।
গভীর মমতায়;
প্রকৃতি রানী বুনে যায় স্বপ্ন জাল।
দোয়েল শ্যামা কোকিলরা সব
করে চলে হট্টগোল,
প্রকৃতি প্রেমে গানে গানে সবাই
দিতে হবে মিষ্টি দোল।
তুমি আসবে বলে;
গাঁয়ের কিশোরী বেণী বুনে যায়
হৃদয় রাঙিয়ে সলাজ হাসে
দাঁড়িয়ে আয়নায়।
শেষ বিকেলের মিষ্টি রোদে
তরুণ যুবা ছোটে,
ভালোবাসা আজ খুঁজে পাবে তার
বসন্তের নৃত্য মাঝে।
------------