কাল রাত্তিরে খবর এলো
আতর মিয়া চইলা গেলো।
এক সময় যে ডুগডুগি তে ;
গাঁয়ের মেলায় কিম্বা পথে
বায়স্কোপে মন ভরাত।
চইলা গেলো চইলা গেলো
সব ছাইড়া চইলা গেলো।
দারুণ কষ্টে পাঁজর ভাইঙ্গা
চোখের কোনে জল জমালো।
আহা!কি সুন্দর দেখা গেলো
সুন্দরীদের মেলা হলো।
জরিনারা অর্থ লোভে পাশ্চাত্যর নোংরামিতে
লজ্জা খেলো পর্দা গেলো
বেশ্যালয়ের খোরাক হলো।
আহা!কি চমৎকার দেখা গেলো
আরও কিছু রইয়া গেলো।
ভালোবাসার রঙ্গমঞ্চে
মেকি হাসির বাহার আছে।
মানবতা চইলা গেছে
মিষ্টি কথার বুলি আছে
শুনতে খুবই বাহার আছে।
আহা!কি চমৎকার দেখা গেছে
আপন রাজা সামনে আছে।
সফলতার ঝুড়ি আছে।
তেলবাজদের তেল আছে
আইন আছে অস্ত্র আছে
মানুষ মারার কৌশল আছে।
রক্ত ঝরাও মানুষ মারো
কুকুর জিহ্বা লম্বা করো!
শক্ত করে আসন গেরো।
আহা!কি চমৎকার দেখা গেলো
ডানে বায়ে নজর রাখো।
আগুন জ্বালো!
আগুন জ্বালো!
মনের দ্রোহে জল ঢালো।
চুপটি করে ঘরে থাকো।
জ্বলুক আগুন!
জ্বলুক আগুন!
মরুক মানুষ পথে ঘাটে
পা ভিজুক তোর চোখের জলে।
আহা! কি চমৎকার দেখা গেছে!
দাদা বাবুর নজর আছে।
ধর্মের উপর ধনু আছে
জুলুমবাজদের জুলুম আছে
আহা! কি সুন্দর দেখা গেছে।
কুকুর শকুন নগ্ন নাচে
মুসলিম মরে সর্প বিষে।
তারপরে’তে লক্ষ্য করেন
চোখের কোনে রক্ত ঝরে।
রক্ত জমে মনের কোনে
স্বপ্ন আঁকে জমাট ক্ষোভে।
তারপরে’তে অবশেষে ;
কি চমৎকার দেখা গেলো।
তারা জ্যোতি চইলা গেলো
অন্ধকার পইড়া রইলো।
ঘেন্না হলো ঘেন্না হলো
নিজের প্রতি ঘেন্না হলো!
তবু শূকর নোংরা মুখে
ভালোবাসার কথা বলে।
যাচ্ছে সময় যাচ্ছে জীবন
এমন করেই বায়স্কোপে।
----------------