সেই কবে!
যৌবনের দ্রোহকালে
মিলা বলেছিল;
“ভালবাসি তোমায়”।
সেই কথা মনে রেখে,
আজও;
স্বপ্নের ভেলা ভাসাই নিরন্তর।
চুলে আচঁড় কাটি আগের’ই মতন।
বারবার ঘুরে ঘুরে মরে
বাসন্তী বাতাস।
গুমরে কাঁদে দখিনা হাওয়া ।
ফুলের যৌবন ফুরায়
অযত্ন অবহেলায়।
জ্যোতি রথ দোল খায়
নীলিমার গায়।
বর্ষাটা বার বেড়েছে খুব!
কাঁদা জলে থৈ থৈ মিলার পথ।
তাই;
এবারও বোধ হয় আসছে না আর!
এমন করেই মূর্ছা যায় চল্লিশ বসন্ত।
থেকে যায়;
অসহ্য চিরঞ্জীব স্বপ্ন কুমার
আর সেই কথা,“ভালবাসি তোমায়”
কিন্তু;আসে না মিলা।
---------------------
০৮/০৯/২০০২ ইং