শব্দ সৈনিক রা আজ অবরুদ্ধ ও ক্লান্ত।
যতদূর চোখ যায় ;
শুনশান নীরবতা।
শুধু বাঁচাও বাঁচাও বিলাপ ছাড়া
আর কিছু নেই।
বুনট অন্ধকারে অপেক্ষমাণ ক্ষুধার্ত  কুকুর
অবিরত ঝরে জিহ্বা লালা।
কখন চেটেপুটে খাবে
শব্দের জীর্ণ  হাড় ও শরীর।

সময়ের আপেক্ষিকতায় ;
প্রতীক্ষারত শব্দ সম্রাট
কখন সূর্য ছড়াবে লেলিহান শিখা।
সব পুড়ে খাক হয়ে ;
আবার শুরু হবে শরৎ সকাল।
---------------
২৫ নভেম্বর, ২০১৫ ইং