চিরন্তন অসভ্য সমাজ
সভ্যতার লোভে লোভে কাটায়
দুর্দান্ত সময়।
হাসে ! মনুষ্যত্বের ক্ষীণতা দেখে।
পেছনে পেছনে ছোটে চোখের জল
ক্রমেই বাড়ে জলের লবনাক্ততা।
শিথিল পৃথিবী ঘুমের ঘোরে শোনে
বাশরীয় সুর।
সাহারার মরু পাল্টাতে চায়
তার একঘেয়েমী জীবন।
নিতান্তই বাঁচার জন্য বাঁচে
দক্ষিন মেরু।
বাতাসের মাঝেও আছে সমকামিতার পাপ।
মানুষের শরীরে ক্রমশই বাড়ে গন্ধক।
আছে জ্বলে ওঠবার মতো
যথেষ্ট বারুদ।
অথচ ; জ্বলেনা কখনোই।
প্রতিনিয়ত ঘর্ষনে হারায় যৌবন।
অভিশপ্ত জীবন থেকে পালাতে চায়
বারমুডা ট্রায়াঙ্গল।
স্বপ্নেরাও ছুটির জন্য খোঁজে
আরেকটি নুতন স্বপ্ন।
কিন্তু ; কিছুতেই হয়না কিছু।
বৃহস্পতি’র বোরাকে অপেক্ষমান
সাজানো সভ্যতা।
যদি কখনো হয় সময়ের সংস্কার!
-------------