কতবার নিষ্পাপ সময়কে বলেছি
যদি পারো ;
পায়ে চলার পথে,
সাথী করে নিয়ে যেও।
তোমার কোন আমৃত স্বপ্নালোকে।
কিম্বা ;
কোন অজানা ধান-সবুজের দেশে
যেখানে শুধুই বিলোবে হাসি
আর সুখ-স্বপ্নের সারল্য সুধা।
যেখানে জীবন সাজবে ,
নক্ষত্র আর নিরঞ্জন জোছনায়।
সময় বলেছে হেসে ,
যদি পাথরে ফোঁটে আজন্ম গোলাপ
তবে অপেক্ষায় থেকো ,
নিয়ে যাব সাথে করে
নীল-সবুজের কোন আমৃত-লোকে।
----------------------
০৩/০২/২০০২ইং