(প্রিয় কাজিন মাহবুব, নাফিসা এবং মাহাফুজের ভালোবাসায়)
***
যদি কখনো;
চঞ্চল হয়ে ওঠে মন।
নদীর আমৃত্যু ছুটে চলা
কিম্বা হরিণের উচ্ছলতা দেখবে বলে।
তবে নিশ্চয়ই ;
পায়ের ধুলো পড়বে তোমার দ্বারে,
অপলক চোখে
দেখে নেবো তোমার চলন।
**
তুমি মোদের শান্ত দীঘির  জল
বেলা শেষে নীড়ে ফেরা ক্লান্ত পাখি
অথবা পৌষের নুয়ে পড়া মিষ্টি বিকেল।
তোমার ছোঁয়া পেলে;
শুনবো রবি ঠাকুরের গান।
বাজাবো বেহালার সুর
কিম্বা আবার জন্মাবো রক্ত গোলাপ।
*
তুই থাকলে;
কখনোই চাইনা মেঘ বালিকার দর্শন
উড়ে যাওয়া গাংচিল
আর কাঁশফুলের শৈল্পিক নাচন।
যদি সৈকতে লাগে
বেদনার নোনা জল।
তবে তোর থেকে চেয়ে নেব
জোছনার জল।
চাঁদের সাথে মিতালী করে শুনবো
ঝরনার গান।
...............................