এই রঙ্গিন দোলের মেলায়;
কামনার চক্ষু লয়ে খুঁজেছি তোমারে,
তোমার দেখা পাইনি।
বসন্তের এই দোলা পূর্ণিমায়;
কতো প্রেমিকের হৃদয়ে দিয়েছো দোলা,
কত কাঙ্গালের হয়েছে ইচ্ছা পূরণ।
কিন্তু অভাগা একমাত্র আমি,
যার সকল ইচ্ছাই পেয়েছে অপূর্ণতা।
আমি খুঁজেছি এ মেলার আনাচে-কানাচে,
খুঁজেছি আমি তোমারে ফুস্কা-
ওয়ালার জনসমুদ্রের মাঝে,
খুঁজেছি তোমারে জিলাপির প্যাঁচে।
খুঁজেছি তোমারে পান ওয়ালার;
সারি সারি সাজানো পানের মাঝে,
আমি পাইনি তোমারে।
আমিতো আরো খুঁজেছি তোমারে,
মেলায় দল বেঁধে ঘুরতে আসা তরুণীর মাঝে।
আমি আরো খুঁজেছি তোমারে মেলায় থাকা
নাগর দোলার মাঝে।


সারাটি দিন জুড়ে এই দোলের দিনে
রঙ্গিন ছোঁয়া লেগেছে আমার গায়ে,
কিন্তু আমার বদন তো শুধুই অপেক্ষা করছে
তোমার কোমল হাতের মৃদু ছোঁয়ার।
কতো লোকে তার মুষ্টি দ্বয়ে রঙ্গ মেখে
ছোয়াইছে আমার বদন,
কিন্তু সে রঙ্গ আমার ফ্যাকাশে হৃদয়কে
করতে পারেনি রঙ্গিন।
কোনো একটি রঙ্গের কণাও;
আমার হৃদয়ে পৌঁছে করতে পারেনি
সেখানটা রঙ্গিন।


আমি সারাটি দিন জুড়ে সারাটি রাত জুড়ে
এই মেলায় অভাগীর ভেগ ধরে,
কামনার চক্ষু লয়ে খুঁজেছি তোমারে।
আমি অপার হরে সারাটি ক্ষণ জুড়ে
খুঁজেছি তোমারে খুঁজে পাইনি আমি।
আমি তবুও অপেক্ষা করা ছাড়িনি,
না জানি তুমি কখন এসে পরো সেখানে;
আর মিলন হয়ে যায় আমাদের।
কিন্তু আমার এতো অপেক্ষা করার পরও তুমি আসোনি,
আমি তোমার দেখা পাইনি।



৪:১২ রাত
১২ই চৈত্র ১৪৩০বঙ্গাব্দ
২৬ই মার্চ ২০২৪ইং