আমি জ্ঞান খুঁজেছি লোক সমাজের তরে,
খুঁজেছি শাসনতন্ত্র কিতাবের মাঝে;
যাহাতে লেগে আছে নির্মল রক্তের ছোঁয়া।


জ্ঞান খুঁজিতে আহরণ করেছি পাহাড়-পর্বতে,
পাহাড়ি ঝরনার মাঝে বাসে ছিলাম কত কাল ধরে।
জ্ঞান-পিপাসা মিটাবার লাগি তপস্যা করেছি
সাধু-সন্ন্যাসী বেশে;
আপন গৃহ ত্যাগ করিয়া,
জ্ঞান-পিপাসু হইয়া হেঁটেছি সূর্যের তীব্র তাপদাহে
বালুচর মরুভূমির মাঝে।
সাঁত'ড়েছি লবণাক্ত নীল জল ভরা সমুদ্রের মাঝে


জ্ঞান লাভেরও জন্যে;
ফকিরি সাজে ঘুরেছি প্রভুর দ্বারে
কখনো মসজিদে কখনো মন্দিরে,
আমি সেথায় মিটাইতে পারিনি জ্ঞান শূন্য আত্মা।
প্রভুর সাক্ষাতে ব্যর্থ আমি
মসজিদে মন্দিরে মোল্লা পুরুত -
তালা লাগায় ছিলো বলে।


পাঠশালা হতে বিদ্যালয়
পাড় করিলাম সব,
অবশেষে আমি অন্তিমে এসে
বুঝিতে পারিলাম না কিছুই।
খুঁজিয়া পাইলাম না সে জ্ঞান,
যেই জ্ঞানের তল্লবে পাড় করিলাম এ জনম।


রাত ৮:২৬
২২শে বৈশাখ ১৪৩১বঙ্গাব্দ
৫ই মে ২০২৪ইং