একদিন এভাবেই সকালবেলা,
পাখিরা গাছের ডালে বসে
মধুর সুরে কিচিরমিচির করবে ;
কারোর ঘুম ভাঙ্গাবার জন্য
কিন্তু হয়তো সেদিন কারোর ঘুম ভাঙ্গবে না।
একদিন এভাবেই সকালবেলা,
খাটের পাশে পড়ে থাকা ঘড়িটায়
এলার্ম বাজতে থাকবে;
কিন্তু বন্ধ করবেনা কেউ।
হয়তো সেদিন বেশি দেরি নাই,
যেদিন পাখির ডাকে ঘুম থেকে উঠবে না কেউ;
যেদিন এলার্ম দেওয়া ঘড়ির ডাকে ও
ভাঙ্গবে না কারোর ঘুম।
কেননা সেদিন হয়তো যে পাখির ডাক -
শুনে সঙ্গে সঙ্গে উঠে পড়তো,
হয়তো আজ তার পাখিটা তাকে না বলে
উড়াল দিয়ে চলে গিয়েছে না ফেরার দেশে।
যে, ঘড়িতে এলার্ম বাজার সঙ্গে সঙ্গে সেটাকে বন্ধ করতো;
হয়তো আজ তার দেহ ঘড়ির যন্ত্রাংশগুলিতে
জং লেগে কাজ করা বন্ধ করে দিয়েছে।



৪:৩৪ ভোর
৮ই চৈত্র ১৪৩০বঙ্গাব্দ
২২ই মার্চ ২০২৪ইং