ওই যে ফুলের পাঁপড়ি গেল খুলে
কার মধু কে নেয় তুলে?
এ রূপ যৌবন যে বিষাক্ত শুলে শুলে
অকালে পথে ঘাটে বিচিত্র কোলাহলে
গোখরার ছোবলে পুলকিত দেহ পঁচে গলে!
এক ভিন রূপী অভিশপ্ত প্রেয়সী!
অথচ সে ছিল রাণী ,প্রেমিকার রূপসী।
আজ সে কিনা পরের রূপ সেজে সেজে
পথে ঘাটে নগ্ন ডানা মেলে নিষদ্ধ কাজে।
সে কি ফুল নাকি অনৈতিক পল্লীর দস্যু!
ওগো ফুলের মতো তুমিও ছড়াও ঘ্রাণ
হে আমার সূরভী, ‍তুমি যে প্রভুর পবিত্র দান।
পাপড়ি খুলো নাকো অকাতরে পথে ঘাটে
ওই যে গোখরারা আসছে……
তোমার রূপ যৌবন চুষে নিবে লুটে পুটে।
------------------------------