যুদ্ধ করেই আমি বিজয় কেতন উড়াবো বলে
আমি পরাজয়কে জয় করি প্রতিদিন রাঙ্গা সকালে
বিদ্রোহীদের রাঙ্গা চক্ষুকে ডরি না আমি..


যুদ্ধ করেই আমি বিজয় কেতন উড়াবো বলে.
দৃঢ়তা  নিয়ে সম্মুখে চলি প্রতিদিন দূর্বার ডানা মেলে
পরাজয়কে রুখে দেই বীর দর্পে আমি…


যুদ্ধ করেই আমি বিজয় কেতন উড়াবো বলে.
জ্ঞানের বিদ্যাপীঠে ছুটেছি শৈশবেই
বই ,কলম ,অস্ত্র হিসাবে নিয়েছি.
অনৈতিক শিক্ষাকে ছুঁড়েছি রণে বারুদে ।


দেহ প্রাণের শিরা-উপশিরায় লাল-সবুজের ছবি এঁকেছি
ধর্মিয় উজ্জ্বল রঙের সেই আলোয়.
কবিতা লিখেছি জীবন যুদ্ধের প্রতিটি পাতায় পাতায়
ছন্দকে ছন্দহীন হতে দেয়নি নকলের নিটোল সম্রাজ্যে..


অথচ আজকে দেখি পালটে গেলো সমাজের ছবি-
অনৈতিক মোহে, আলোহীন নরকে তরুণ তরুনীদের ছুটাছুটি
দিকহীনা পথে, চৌদিকে অথৈ জল
কিনারাহীন জীবনের নোঙ্গর ।


এখনো ছাত্র আছে মিছিলে, শুধু শিক্ষাটা নেই, শুধু আলোটা নেই
আধুনিক উম্মাদে হারিয়ে গেছে সোনালী অতীত।


তবে কি তোমরা আজ পরাজিত সৈনিক ?
না, না, না,
যুদ্ধ করেই আমি বিজয় কেতন উড়াবো বলে.
শিক্ষাকে দিয়েছি ছাড়ি জ্ঞান কলিদের দলে দলে
অজ্ঞদের রাঙ্গা চক্ষুকে ডরি না আমি
আজ যে পেয়েছি অ, আ, ক, খ দূর্গের অদম্য প্রহরী ।
--------------------------------------...।