ওহে মুক্তিযোদ্ধা তুমি কিসের আশায়
প্রাণ বিলিয়েছা হিংস্র হানাদার থাবায় ?
কিসের প্রেমেতে উড়িয়া উড়িয়া
এত ত্যাগ করিয়াছো, আহা মরিয়া মরিয়া !
কে ডেকেছিল তোমায় হে – মুক্তিযোদ্ধা.
প্রাণকে তুচ্ছ ভাবিয়া, এনে দিয়েছো স্বাধীনতা
আহা কি অপূর্ব্ তোমার লাল-সবুজ পতাকা !
বিশ্ব বুকে উড়ে আছে এক স্বাধীন বাংলাদেশ
কেউ তো করে না আর মানা ,
এ সবুজ প্রান্তরে তোমার রক্ত কণিকা
আজো বহিছে, আজো বহিছে, আজো জাগিছে..
টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া.
এ প্রান্ত থেকে ও প্রান্ত, সারা দুনিয়া
এক অমর সংগীতে..
’আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’
কিন্ত হায় কিছু কীট যে ভিতরে লুকিয়ে আছে..
ওরা যে বুঝে না, ওরা যে ফিরে না তোমার কাছে
আজো ওরা কেটে কেটে যাচ্ছে, আজো ওরা ঘাতক!
স্বাধীনতাকে হেয় করিয়া গালি দেয় দোসরের পক্ষে…
অবাক লাগে যখন দেখি ছদ্মবেশী, সুবিধাভোগীরা
তোমার নাম ভাঙ্গিয়ে বুক উঁচু করে চলে…
জনতার অধিকারকে হরণ করে নামে বেনামে.
এ কেমন স্বাধীনতা তুমি ? কেউ কি বলতে পারো ?


ওহে মুক্তিযোদ্ধা তুমি কিসের আশায়
প্রাণ বিলিয়েছা হিংস্র হানাদার থাবায় ?
------------------------------------