বিজয় হয়নি এখনো !
মানুষ তো ভেবেছে বিজয় হয়ে গেছে কবে
এভাবে কত কাল পেরিয়ে গেল এ ভুবনে
সেই এক সমস্যা- ইগু সমস্যা..
প্রাণেরা বুঝেনা এই প্রেমের চেয়ে আরো বড়
কোন মনুষ্যত্ব নেই
মানুষের স্পন্দনে স্পন্দনে দিবা নিশি জেগে আছে
সেই এক সমস্যা- ইগু সমস্যা..
যতদূর ইগু করতে জানে
তার সব টুকুই..
এর চেয়ে আরো কোনো দীর্ঘ্তর পরাজয় নেই ।
মানুষের মনুষ্যত্ব, সেই চিতার ধূসর ছাই,প্রাণহীন নিথর
পশুত্বের চেয়ে অধিক অধম !
কখনো স্বীকার করেনি সেকথা, যা অন্তরে লুকে আছে.
প্রতিশোধের নেশায় দাউ দাই করে জ্বলছে
প্রাণের গহিনে হিংস্র প্রতিশোধ!
তবে কিভাবে মানুষেরা শ্রেষ্ঠ এতদিন ?
মানুষই জানো শুধু ! প্রাণের ভিতরে এক মনুষ্যত্ব আছে
সেকথা জানো না ?
আসলে প্রাণেরা মানুষ হল না, আজও হল না !
সেই এক সমস্যা- ইগু সমস্যা..
--------------------------------------