এ প্রাণে কি আসবে জোয়ার, ভাসবে তরী গাঙ্গে,
যে গাঙ্গেতে চলবে তরী থাকবে মাঝি সঙ্গে-


দেখবে ঝড়, আসবে তুফান, রাখবে পাল তুঙ্গে,
হারবে মিথ্যে, জিতবে সত্য ,বিজয়ী নিশান রঙ্গে-


সমর রণে যাবে যেদিন এমনি করবে যুদ্ধ,
দেখবে প্রেমিক খুলবে দুয়ার করবে নাহি বদ্ধ-


দেশ প্রেমিকার পথ পানে চেয়ে চেয়ে অন্ধ,
এ কি দেখি মেঘের ভেলায় ঝড় বৃষ্টির দ্বন্দ-


মায়ের ছেলে জাগবে যেদিন গড়বে অটুট বন্ধন
পুড়বে কুটিল, হাসবে বঙ্গ ,নিভবে অগ্নি চন্দন !


সেই মাঝিরই অভাব দেখি বেহাল তরী গাঙ্গ
ভীতু ভীতু চলছে যাত্রী উতাল পাতাল ঢং!


এ প্রাণে কি আসবে জোয়ার, ভাসবে তরী গাঙ্গে,
যে গাঙ্গেতে চলবে তরী থাকবে মাঝি সঙ্গে-