স্বাধীন জাতি নিশুত রাতে নির্ঘূম হাঠাৎ চমকে,
এ কি দেখি লুট তরাজ গুম হত্যা -শোকে !  


আপন যখন হারায়ে যাবে, বুঝবে সেদিন বুঝবে,
মূল্য কত একটি প্রাণের খোঁজবে তারে খোঁজবে-


যেদিন বুকে পাল উড়েছে হাসছে মায়ের প্রাণ,
সোনার ছেলে বঙ্গ পিতা গাইছে মুক্তির গান ।


এখন দেখি মায়ের কোলে উনুন ভরা অনল
হাসতে মানা গাইতে মানা ঝরছে কত বল!


আপন নীড়ে বীর দর্পে কেবা কারা দল
চোখ  বেঁধে হিছরে টেনে বলছে তোরা চল !


অকাল ঝরে হৃদয় ছিড়ে আসবে যখন কান্না
বুঝবে সেদিন  বুঝবে সেদিন আঁখি জলের বন্যা।


জাগবে কবে আলোক পূর্ণি, বঙ্গ আঁধার রাত্রি,
থাকবে না কেউ থাকবে স্মৃতি মরণ পথের যাত্রী!


আসুক ফিরে পূর্ণি রাত্রি, আসবে না ক হেসে ?
বঙ্গ  সুখে হত না বাধা থাকলে প্রেমটি পাশে।
--------------------------------------------