তরীর নোঙ্গর কত দেরি, হে কান্ডারী ?
এখনো ঢের পথ তোমার বাকী!
মাস্তুলের আলো,বীরের বীর্য্ এখনো ওঠেনি জেগে?
তুমি ঘূর্ণি তুফানে,আমি পথ চলেছি আঁধারে
ভয়ঙ্কর সফেন দেখি অসীম কুয়াশা ঘেরি!
প্রতি পদে শুধু অশুভের গর্জ্ন শুনি জলধারে
ঠিক যেন উত্তাল তরঙ্গের নৃত্যে নৃত্যে
এক ঠিকানাবিহীন মাঝির নিস্ফল যাত্রা !
----------------