আজো আকাশে বাতাসে বজ্র কণ্ঠের ধ্বনি শুনি!
শুধু শুনি না বাংলার বুকে  দুর্বার পদধ্বনি !
পিতৃহারা সন্তানের আহাজারি শুনি আজো;
বাকরুদ্ধ ”মা”!সন্তানেরা তদ্রাচ্ছন্ন দেখি
হে সন্তানেরা তোমরা কি ভুলে গেছো?
সেই ভয়াল কাল রাত্রি!
সেই রক্তাক্ত মুহূর্ত্?
চারিদিকে ছোপ ছোপ রক্ত!
ছিন্ন বিছিন্ন স্থপতির দেহ পাঞ্জাবি পকেট
পিতার বুকে পিঠে ঘাতকের নির্ম্ম বুলেট!
সিঁড়ির ভাঁজে ভাঁজে নিঃসঙ্গ স্পন্দনহীন প্রাণ!
এ সবুজ তটে আজো লেগে আছে রক্তের দাগ
যে রক্ত বিন্দু আজো দেখি লাল-সবুজ পতাকায়।
শুধু দেখি না তোমার অবয়ব।
আজ সেই ১৫ ই আগষ্ট!
যেদিন বাংলার বুকে অস্তমিত হয়েছিল স্বাধীনতার সূর্য্
আজো আকাশে বাতাসে বজ্র কণ্ঠের ধ্বনি শুনি!
শুধু শুনি না  বাংলার বুকে দুর্বার পদধ্বনি !
তবু তুমি বিদ্রোহী রণ বীর, স্বাধীন বাংলার স্থপতি
শোষিত বাঙ্গালী মুক্তির মহানায়ক ”জাতির জনক”
বজ্র কণ্ঠে তোমার ঘোষনা-
এবারের সংগ্রাম -মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম –স্বাধীনতার সংগ্রাম।
আমি সেই মুজিবরের কথা বলছি।
স্বাধীন বাংলার স্থপতি “ বঙ্গ বন্ধু”-”শেখ মুজিবর রহমান”।
------------------------------