বড় গভীর গর্তে পড়ে আছো, প্রেমের রাজ!
হিংস্র রূপে হৃদয় দিগন্তে ওঁত পেতে আছো আজ।


সেইখানে ধর্মের স্পর্শ্ নেই, নেই কোন মানবতা !
শুধু আপনের ব্যস্ততায় গর্জে ওঠাও শোষণের প্রবণতা।


শিকড়ে, বিহ্বল প্রান্তে, কান পেতে আছি নিশিদিন
যেখানে আলো দেখিনি নবীর শিক্ষা পৌঁছেনি কোদিন!


প্রেমের র্নিযাস কোথা এ- হৃদয়ের নিথর বিস্তারে;
চারিদিকে নিষ্ঠুর দাবানল মানুষের অন্তর শিকড়ে।


যেখানে পৌঁছে গেলে ধীরে ধীরে জাগত প্রেমের রাজ
আজ সেই পথ বহু দুর!মানুষের মুকুটে এ কি তাজ!


অনিষ্টের অগ্নিশিখা দাউ দাউ জ্বলে হৃদয় গভীরে
কিন্তু মানুষেরা বুঝে না,তারা প্রেমের উর্ধ্ব শিখরে।


শুধু স্বপ্ন দীর্ঘকায়, তার ফুল-পাতা-ফল-শাখা
চৈতালীর অগ্নি ঝরা তাপদাহে মুছে গেছে প্রেম রেখা।


হৃদয় হৃদয়ের সঙ্গম ধীরে ধীরে কত দুরে আজ!
অনুভূতি ,প্রেম ,ভালবাসা-পথ ভ্রষ্ট প্রেয়সীর সাজ।


মানুষের  প্রেম হৃদয় শূন্য করে পতালক হলো
জাহেলী যুগের বিদাতী প্রণয় পিঞ্জরে লুফে নিলো।


সত্যরে খুঁজি আর খুঁজি তারে সঞ্চারে মানবের
আল্লাহ সুদূর আরশে, কর প্রেম তার একাত্বাদের।


তোমার প্রেমের লগ্ন কোথা আছে ?তা কি ভুলে গেলে!
আজ সেই পথ বহু দুর!পৌঁছবে তো হৃদয় কপাট খুলে?
-----------