জাগো হে প্রতিবাদী কণ্ঠে বাংলার দুর্বার শশী।
দুর্নীতি ঘুষ ব্যভিচার তোদের কর্তা ব্যক্তিদের দাসী।
জাগো বাংলার দুর্বার শশী।।


ওরা চোখ রাখে যার দিকে, আজ সেই প্রাণই কাঁদে
ওরে ওদের দ্বারাই  নিষ্ঠুর জুলুম্ ধেয়ে তোদের কাঁধে কাঁধে!
জাগো বাংলার দুর্বার শশী।।


দেশ প্রেমে যার নাইকো ছোঁয়া
মানব কল্যাণে সেইসব মূর্খের ধাওয়া!
যে কিনা তোদের অধিকার সর্বস্বান্ত করেছে স্ব-মূলে
তোদেরে গণতন্ত্রের চর্চা শেখায় রক্ত চুষে-স্বৈর পাল তুলে।
ধর্মের তাবু তলে অধর্মের পাপ- ব্যভিচার যত্র তত্র চলে।
জাগো বাংলার দুর্বার শশী।।


এইসব অধর্মের রোগ ব্যাধি
অবুঝ সরল প্রাণকে করেছে রোগী,
বাহ্যিকে প্রভুভীরু বিনম্র পূজারী,জাহিরে আপন মতবাদ!
কিন্তু তারা রাক্ষুসে রক্ত চোষা হিংস্র হায়েনা উগ্রবাদ।
ওরে মূর্খ্ তোরা না বুঝেই ছুটিস অন্ধ কানা বধির ..
তোদের দিয়েই ওরা লুটে নেয় তোদেরই অধিকার !!
জাগো বাংলার দুর্বার শশী।।


দিনে দিনে ঝরেছিস কত রক্ত বিন্দু
তবু পেলি না মুক্তি, চৌদিকে জাহেলী সিন্দু!
গুম হত্যা পেয়েছিস, ন্যায্য পাওনা খুয়েছিস, এই স্বাধীন তটে
পূজারীর মুক্তি গঙ্গা আজ ধূসর মলিন ,নেশাগ্রস্থ বটে!
জাগো বাংলার দুর্বার শশী।।


কিসের ভয় হে তোরা সব শক্তিশালী
বুকে তোদের বিজয়ের স্পন্দন বাংলার ধূলে বালি!
দিসনা বাঘকে গাভী তুলে এই স্বাধীন কুঠিরে
হস না নত শির মিথ্যের তরে সত্যকে ছেড়ে।
জাগো বাংলার দুর্বার শশী।।
------------------