প্রথম ভালবাসার কোন মৃত্যু হয় না
কিংবা পূনঃজন্ম হয় না-
কেননা সে এক অন্যরকম অনুভূতির ছোঁয়া-
যা কিনা স্পন্দনে স্পন্দনে জাগ্রত থাকে অবিরত!
এ ভালবাসার কেউ নাম রাখেনি,তবু ছদ্মনামে
প্রাণের কুঠিরে প্রদীপ্ত
হৃদয়ের বিচরণ মর্ত্যধীমে,
অনুভবের দোলাকে সুখ ভেবেছে,যে সুখ হৃদয়কে
ভেঙ্গে চূড়ে যায়-
কোন অচেনা স্পর্শের খোঁজে দিগন্তের ঘূর্ণিমায়ায়
ব্যকুলপানে  ছুটেছে-বাধাহীন চলেছে..
কেউ তাকে ফিরিয়ে দেয়, কেউ তাকে ছি ছি করে
তবু সে প্রাণবন্ত!
সে শুধু হৃদয়কে চিনেছে, হৃদয়কে ভালবেসেছে।
প্রথম ভালবাসার কোন ভয় হয় না !
সে বীর! সে অবিনশ্বর গভীর অনুভূতি!
প্রথম ভালবাসার কোন মৃত্যু হয় না
কিংবা পূনঃজন্ম হয় না-
সে শুধুই প্রাণবন্ত।
--------------------