যদি শিক্ষিত হও, আমি জ্ঞানে আলো ছোঁয়াবো
                    আমি ভালবাসা দিয়ে উড়ে যাবো!
নেশার ছোবলে এই বাংলাদেশ-
                    আকাশের বুকে ঘন কালো মেঘ
                   দিগন্ত জুড়ে গোধূলীর আভা অশেষ।
                   হে আমারই বুকে উড়া এক ঝাঁক পাখি
যদি শিক্ষিত হও, আমি জ্ঞানে আলো ছোঁয়াবো
                    আমি ভালবাসা দিয়ে উড়ে যাবো!
সাড়া চোখে মুখে বিষণ্ন রক্ত!
                    এখানে তরুণ্যের স্বপ্নগুলো হেরেছে অঙ্কুরে..
যেখানে প্রভাতের আগে নবীণেরা রজণীকে করে প্রণাম
এখানে স্বপ্নের বুকে
                    তারুণ্যেরা নেশার ঘোরে
                    লুঠেরা, ফেরারী!
প্রাণের স্পন্দনে এত অন্ধ দৃষ্টি
                     দুর্বার অগ্রণী তবু এক সোনালী ভোরের অপেক্ষা
পথ ঘাটে ভন্ড, অন্তরে রণ হিংসা
                      ভালবাসার মগডালে পুস্পের পাঁপড়ি দোলা
নবীণের দুর্বার প্রাণে দেখি জোনাকির ঝিকমিক খেলা!
তবু কেন?
তারুণ্যের প্রাসাদের বসে হিংস্র কাপুরুষের মেলা!
                      বুলেট ও বিস্ফোরণ
                      শঠ জ্ঞানীদের এত ছদ্মবেশ!
                      স্বপ্নের দুয়ারে কাঁপে আগামীর কান্ডারী !
হে আমারই বুকে উড়া এক ঝাঁক পাখি
ত্যাজদীপ্ত যুবকের মত বিজয়ী প্রাণের পাশে
                      উদিত সূর্যের মত তরুণীর হাসি
যদি শিক্ষিত হও, আমি জ্ঞানে আলো ছোঁয়াবো
                    আমি ভালবাসা দিয়ে উড়ে যাবো!
পাব কি তোমাদের প্রদীপ্ত শপথ?
------------------------