প্রেম যেন এক অদৃশ্য দৃষ্টি, চুপি চুপি
হৃদয় মন্দিরে এসে  জ্বালিয়ে যায় দেশলাই
ভিতরে  ভিতরে পুড়ে আমার আমিকে-
ধরণী ও তার নিস্তব্ধতা এখন নির্বাক
তবু রাত্রির পূর্ণি অপূর্ব্ স্নিগ্ধ!
এক ঝলঝল আলোর তরঙ্গ, যেন পরিপূর্ণ্
কোন এক ঝর্নার জলধারায় নিঃসঙ্গ ব্যস্ততা।
সফেন ফেনায় ব্যাকুল মাঝির পথ চলা
এ যেন প্রবাহ নয়,
যেন এক নৈঃস্বর্গীক অনুভূতি!
স্বয়ং বিধাতা হতে দেওয়া প্রেমের নির্যাস
এক অফুরান প্রত্যাশা।
হৃদয়ের কুঠিরে মেতে ওঠা এক অমর ধ্বনি
তোমাকে ভালবাসি, শুধু তোমাকে…
তবু কেন জ্বলে আগুন?
কেন বন্ধ হৃদয় জানালা, কোথায় প্রেমের চাবি?
আহা কি নিষ্ঠুর খেলা,
এত সুন্দর!তবু কেন জাগ না তুমি?
শুধু খুলে দিও, ভালবেসে যেও তুমি।
--------------------