অত্যাচারী জানতো যদি দুঃখীদের হৃদয়
ক্ষত-বিক্ষত কতোখানি,
অঝোরে ঝরতো তাদের চোখের জল
দুঃখীর কষ্ট আপন কষ্ট মানি।


ঘুষখোর আর দুর্নীতিবাজ জানতো যদি
ভোক্তভোগীর যন্ত্রনা কতোখানি-কতোদুর,
তাহলে তাদের হৃদয়ে উঠত বেজে
আরো বেশী,আরো বেশী বেদনার সুর।


অস্ত্রধারী হোতারা কখনো দেখতো যদি
মরণ কষ্টের রক্ত ক্ষরণের দাগ,
তাহলে ভয়ানক অস্র ছেড়ে নেমে এসে
উড়াতো প্রেমের মন্দিরে সাম্যের নিশান ।


আসলে তারা মূর্খ্য, কেউ বুঝতে পারেনা তা-
শুধু দুঃখীরা, শুধু ভোগীরা, জানে বেদনার কষ্ট কতো;
দুঃখীর অধিকার ছিনিয়ে নিয়েছে যে
সে জাহেলী যুগের নব্য ধারা, নব্য অধিপতি
সীমাহীন পাষান্ড বর্বর।
আসলেই তারা মূর্খ্য- এক অভিশপ্ত প্রাণ!
----------------