আমার প্রেম আমি দিয়ে যাবো
মানবতাকে, মানুষকে, প্রভুর সৃষ্টিকে।


প্রেম কি কেবল কবিতার ছন্দ,কাব্যের শৈলী?
প্রেম কি স্পন্দনহীন, নিষ্ঠুর অমানবিক খেলা?
প্রেম কি রক্তের হোলি, প্রাণের আর্তনাদ,মৃত্যুর মঞ্চ?


প্রেম তো অবিকল স্বর্গীয় স্পর্শ্!
স্পন্দন-অনুভূতি-শিরহণ আছে,সেও বিবেকের তুর্কি,
তারও আছে ক্ষুধার জ্বালা,আছে কিছু প্রাপ্তির দৃষ্টি।


আজ তো নিখিল বৈচিত্র রূপে , ক্ষমতার দাপটে
খুলে দেয় তার সব অগ্নি চুল্লি দুবর্ল্ চৌকিতে..
কেবলি জড়িয়ে আছে বেদনার করুণ কাহিনী ।
পশুর মতো সেও অসভ্যতা চাষাবাদ করে,
সেও কেড়ে নেয় মৌলিক অধিকার!
দেখে না কেউ তার ভূমিকা কতটুকু সীমালঙ্গন।
চারিদিকে লাশ আর লাশ যার উৎপাদন!


প্রেম তো কেঁদে ওঠে মানবিক যে কোন বিপর্যয়ে,
কষ্টের দিন এলে হৃদয় খুলে  বলে,-
মানুষ মানুষের জন্যে
প্রেম তো মানবতার জন্যে


আমার প্রেম আমি দিয়ে যাবো
মানবতাকে, মানুষকে, প্রভুর সৃষ্টিকে।


প্রেম তো কেঁদে ওঠে মানবিক যে কোন বিপর্যয়ে।


-------------------