হৃদয় মানবতাকে ভালোবাসে তাই তো সে প্রেমিক;
প্রেমের এ রূপ- সে যে সাম্যের সেরা পথিক!!


প্রেমিকা কবিতাকে ভালোবাসে তাই তো প্রেমিক কবি;
কাব্যের এ রূপ- সে যে হৃদয় হৃদয়ের ছবি।।


মানবতার জন্য হৃদয়েরা দুয়ার খুললো
যুগে যুগে প্রেমিক প্রেমিকেরা হাত বাড়ালো-
সাম্যের আকাশে জাগাল মুক্তির আলো,
হাসি মুখে প্রণয় উল্লাসে পাল উড়ালো
প্রেমতো একই তরীর যাত্রী হয়ে
ধর্ম্ বর্ন্ নির্বিশেষে চলল।
আজ এ কি হল?
হৃদয় আকাশের অরুণ রবি,-
অনুভূতিহীন কালো মেঘে ঢাকা মানবতা সবি!


প্রেমের স্পন্দনগুলো মাথিছে নিষ্ঠুর হোলি খেলায়,
প্রেয়ষীর প্রেম হারিয়েছে মিথ্যে ছলনায়’
প্রেমিকার স্পর্শেরা বড় বেশী স্বার্থ্পর;
অগ্নি স্ফুলিঙ্গ, নরঘাতক অতঃপর!
কবিতার শব্দগুলো উম্মাহ উম্মাহ চিৎকারে!
প্রতিবাদী কন্ঠগুলো ছদ্মবেশী দাস- দাসী
কে বাজাবে মানবতার বাশীঁ?
চারিদিকে কুঁটকৌশলের মহা আয়োজন!
বিভেদ রিপুগুলো হৃদয় মন্দিরে মন্দিরে শাসন!
প্রহসনের ধ্বনি, মিথ্যে ভালবাসা, লোক দেখানো মানবতা!
তোমরা সবি;
আজ অস্র মুখী, অধিকার বিমূখ!


হৃদয় মানবতাকে ভালোবাসে তাই তো সে প্রেমিক;
প্রেমের এ রূপ- সে যে সাম্যের সেরা পথিক!!
-------------------