নিষ্ঠুর অগ্রাসনে রক্তে মাখা কত  তাজা প্রাণ;
তারে তাড়িবার,অগ্নি শিখা, বুলেট কামান!
প্রাণ বাঁচাতে দলে দলে আসিয়া
অনাহারে অর্ধহারে স্বাধীন বাংলা ব্যাপিয়া,
লক্ষ লক্ষ বৃদ্ধ শিশু মহিলা ভরে ওঠে সারা গ্রাম
এত বিষ্ময় তুমি!এত মহিয়ান তুমি, এত দিলে দাম!
হে মানবতা, হে বাংলার প্রেম!
তোমার ভালবাসা কত উর্ধ্বে, কত সে মহান দীপ্ত!
মানবতার স্পর্শে শুধু ছুটে শুধু ছুটে নাহি হয় ক্ষীপ্ত।
এই হল বাঙ্গালী, এই হল লাল-সবুজ..
তোরা দেখ, বিশ্ব মঞ্জিল তোরা দেখ,বাংলা বুকে কারা?
ওরা আমাদের নয়,
ওরা মানুষ,যাদের করেছিস ভিটে ছাড়া!
দেসনি অধিকার, দেসনি কোন সুখ,
হে মানবতা, হে বিশ্ব ,দেখিসনি কোন দুঃখ!
ওরা আমাদের নয়!কিন্তু মানুষ..
আমাদের ভাই, আমাদের বোন..
তবু প্রশ্ন থেকে যায় ,কত কাল,আর কত কাল ?
আমার মায়ের বুকে!
নিখিলের বুকে কেন ওরা রক্ত জলে হবে স্মান ?
হে বিশ্ব, হে মানবতা, ফিরিয়ে নে তার দগ্ধ প্রাণ!
ওরা মানুষ! ওরা মানুষ!
আমরা স্বাধীন, আমরা মুক্ত, মানবতার ডাক শুনে
ছুটেছি সীমাবদ্ধতা ভুলে. কিন্তু কত কাল, আর কত কাল,
প্রশ্ন থেকেই যায়?
---------------