হে মুমিন, তুমি সত্যের পূজারী, তুমি মানবতার রবি;
হৃদয়ের গহিন আঁখি মেলি দেখ বঞ্চিত মানুষের ছবি!
সত্য নিশানে উড়িছে আলো জাগিছে প্রভু টানে!
নবীর সৈনিক ছুটিছে ঐ জগত  অসহায় প্রাণে!
ইমানের শক্তি উথলি উঠিছে নবীর আদর্শ্ গানে!
ইসলাম ধর্মে সাম্যের ছবি মুমিন আঁকিছে সবি!
ভ্রান্ত ভুলিয়া আপনারে বান্দা রাখিছে কোরআন ধরে!
ক্ষণিক প্রাণে নশ্বর ব্যাপিয়া আল্লাহ রাসূল ঘোরে!
জিন্দেগী ভরিয়া নেই কোন হেঁয়ালি নেই কোন নোংরা কাঁদা;
প্রাণে প্রাণে নাচে সরল নৃত্য,- কর্মে কর্মে নেই ধাঁধা!
আল্লাহ ব্যাতিত এই বসুধার খেয়ালি নিয়মের বাধা;
মুমিন প্রাণ রাসূল পথে গিয়েছে তারা দৌড়ে!
সত্য ও ন্যায়ে, হক- বাতিলে যায়নি কভূ দমি
গোলামের মতন, নত শির বুকে হয়িছে প্রভুর দামী!
ওপার দিগন্তে কাল হাশরে প্রভূর বিচার শেষে
বিজয়ী বেশে স্বর্গ্ চৌকিতে কখন যে চলিবে ভেসে!
অনন্তের সুখ বেহেস্ত বাগানে সুবাসে সুবাসে মেশে
বাতিলের গ্রাসে বেঈমানের প্রাণে ধোঁয়া ওঠিবে ধূমি’-
পড়ে আছে ভবে পঁচা গলা দেহ, প্রাণের নষ্ট নীড়!
সেথায় নেই স্ত্রী –পুত্র- মেয়ে,শুধু পাপ পূন্যের ভিড়!
সে যেন এক অনন্ত পুরি, ইয়ানাফসি ইয়ানাফসি সুর
প্রভূর আরশে ডাকিছে গোলাম, শেষ বিচারের মাঝে!
ধরণীর বুকে আল্লাহর তুষ্টে হৃদয় যাহার বাজে!
তৌহিদী প্রাণ হাসিবে সেথা বিচার কালের সাঁঝে;
------------------------