অ ,আ ,ক, খ –
এ বর্ণ্ আনিছে যারা,আমি ছুটি তার তর,
সে ভাষাতে গাহিয়া বেড়াই যে সুর বাজে অন্তর।


বাংলা ভাষাকে যারা করিল কাব্যের ধরণী-
পদ্যে-গদ্যে  আমি লিখি তাদের স্মরণী।


যে প্রেম হৃদয়ে হৃদয়ে আসি জাগিছে প্রেমিকার স্পর্শ্;
সে গান গাহিয়া বেড়াই, যে সুর বাজে বিশ্ব।


রফিক, জাব্বার ,সালাম, বরকত যা আনিছে বাঁধি,
সে গৌরব  বুকেতে গাঁথিয়া আমি হাসি, আমি কাঁদি ;


একুশে ফেব্রুয়ারী তুলিছে দূর্বার বিদ্রোহী শ্লোগান,
রক্তে রক্তে গড়িছে বিজয়ের অমর  সোপান !


উর্ধু নহে বাংলাই হইবে এ মায়ের মুখের গান ।
ঐ দেখ শহীদ মিনারে জাগিছে রক্ত ঝরা প্রাণ!


যে ভাষায় প্রাণে বাজিছে সোনার বাংলা গান,
বিশ্ব বুকে সে রক্ত চির অম্নান, চির মহিয়ান।


এ বুকে যে সুর বাজিছে, আমি তার গান ধরি,
হে- রফিক, জাব্বার ,সালাম, বরকতের উত্তরসূরী।


আমি করি তাদের বুকচিরে সম্মান জীবনটি ভর,
যে প্রেমে বিশ্ব বেড়াই, সে সুর বাজের অন্তর!


একুশের কন্ঠে বাজিছে অ,আ, ক, খ ধ্বনি
বাংলা ভাষাতে জাগিছে  প্রেমিকার মুখানি।


অ ,আ ,ক, খ –
এ বর্ণ্ আনিছে যারা,আমি ছুটি তার তর,
সে ভাষাতে গাহিয়া বেড়াই যে সুর বাজে অন্তর।
-----------------------