হে প্রত্যাশা! রক্ত চক্ষুর কাছে হার মানবিনা যুদ্ধে যেয়ে
তোর বিজয় কেতন উড়া  আজি দৃঢ় মনোবল নিয়ে
সততা তোর বিজয়ের অমর তরবারী
তবে কিসের ভয় তোর – হে কান্ডারী ?
এখন এ জাতির ভার তোর কাঁধে দিতে আগ্রহী
তুই যে ন্যায় বিচারক, তুই যে দমাতে পারিস বিদ্রোহী
সম্মুখে যা হে প্রত্যাশা- তোকেই চাই হে ভালবেসে
এই হার না মানা প্রতিবাদী কন্ঠ জাগিবে কি এ দেশে?


ওগো প্রত্যাশা,
আর কখনো ফেলিতে চাই না ভারাক্রান্ত চোখের জল,
আজ যুদ্ধজয়ী বাঙ্গালীর প্রাণে প্রাণে এক স্বপ্ন ঝল মল!
যে বিদ্রোহীর এ রক্ত চক্ষু স্বপ্ন জুড়ে
আজি ভেঙ্গে দে বিজয় কেতন উড়ে
তুই যে বাঙ্গালী, তুই যে বাংলাদেশের এক অদম্য সৈনিক
জনতার প্রত্যাশা তোকে ঘিরে
জুলুম অত্যাচার থেকে, অবিচার থেকে মুক্তি দে দৈনিক ।
আমি জনতা তোর সততার দিক পানে
জাগিয়ে দে, আজি দে – মুক্তি যুদ্ধের চেতনার গানে ।
-------------------------------