এ রক্তের দিতে হবে খাঁটি দাম,
হে বিজয়, তোমাকে সেই কথা জানালাম।
হে যুদ্ধ ! তুমি স্বাধীনতার চির লোভ
আজ কেন প্রাণে প্রাণে মুক্তির বিক্ষোভ!
জানে না তো কেউ বঙ্গ রজনি উঠেছে কেঁপে
চারিদিকে বুলেট বোমা তাজা প্রাণ চেপে
১৪ ই ডিসেম্বর,১৯৭১ জেনেছিল কি আগে?
পরাজয় আসন্ন বুঝে হানাদার হিংস্ররা জাগে!
কেড়ে নিয়েছে প্রাণ দমেনি কভূ সূর্য্ সন্তান
সেই রক্ত আজ দেখি বিজয়ের উড়ন্ত নিশান !
তবু স্বাধীন বুকে কারা এত মিথ্যার দায়ভাগী?
জাতি জেনে গেছে ওরা ঘৃণ্যের কামান দাগি।
৭ ই মার্চ্ !  এ বিজয়রে সোপান তুমি,
২৬ র্শে মার্চ্ স্বাধীনতার ডাক শুনেছে ভূমি
বজ্র কণ্ঠ শুনে কানে দেয় যারা হাত চাপা
তাতেই কি হয় বঙ্গ বন্ধুর সমতুল্য মাপা?
হে ইতিহাস! তুমি সত্যের নিশান, মিথ্যের বলিদান
কে বড়! কে ছোট! পাতায় পাতায় তুমি দৃশ্যমান ।
এ রক্তের দিতে হবে খাঁটি দাম,
হে বিজয়, তোমাকে সেই কথা জানালাম।
দেব-প্রেম দেব এ মহান বিজয়ের কোলাহলে
বিদ্রোহ, দুর্নীতি ,চাঁদাবাজি যদি না থাকে তোমার কোলে
গুম ,হত্যা ,ধর্ষ্ণ কিংবা বৈষম্য আজকে ক'রো না মানা?
ভেঙ্গে দাও ,জ্বালিয়ে দাও স্বৈরতন্ত্রের বিষাক্ত ফণা।
ঐ দেখ, কুয়াশা কাটছে, সূর্য্ হাসছে, দিবস জাগছে
যুদ্ধের এ বিজয় বাঙ্গালীর মুক্তি -ঐ দেখ উড়ছে!
ধুয়ে দাও মুছে দাও মিথ্যার জঞ্জাল
সত্যকে জাগিয়ে দাও-উড়িয়ে দাও বিজয় পাল।
এ রক্তের দিতে হবে খাঁটি দাম,
হে বিজয়, তোমাকে সেই কথা জানালাম।
--------------------------------------