শুরুতে প্রাণের ক্রমিক নং আছে সাজানো
বিদায় বেলায় নেই তার হিসাব গোছানো ।


কখন যে নীল আকাশ পাঠাবে নিমন্ত্রন,
আচমকা থেমে যাবে সব কলোতান
শুনবে না বার্তা বাহক, শুনবে না অনুরোধ
কে আগে, কে পরে মানবে না অভিযোগ !
বুক চেপে বসে আছে  মৃত্যুর পরোয়ানা.
কি করে এড়াবে তুমি সেই পত্র খানা?
শুরু তো আছে ,বিদায়ে তো নেই ক্রমিক নং
কখনো বড় কখনো ছোট এ প্রস্থানের রং
কেউ পারেনি কখনো এড়াতে তাকে ?
তোমাকে যে যেতেই হবে তারই ডাকে
প্রতি মুহূর্তে তেড়ে আসে ক্রমিক নং ভেঙ্গে
আগে -পরে সাজতেই হবে তারই রঙে


তুমি কি প্রস্তুত হে প্রাণ-
কি পূঁজি নিয়েছো এ প্রিয় প্রাণের সঙ্গে ?
সময়তো শেষ! প্রাণে প্রাণে মৃত্যুর ধ্বনি
প্রস্তুত থেকো হে প্রাণ নিমন্ত্রণ পাবে যখনি.
ভয় নেই, ভয় নেই, সমাদর পাবেই মুমিন
এ প্রাণে থাকে যদি নবীজির হাদিস-কোরআন।
প্রাণে প্রাণে বয়ে যাক প্রভূর রহমত হাওয়া
ছোট বড় রবে না কেউ করবে যখন ধাওয়া !
প্রাণ আছে !প্রাণের প্রবাহে ক্রমিক নং নেই
মুক্তি আছে,এ ক্ষণিকে যদি তার দ্বীন লই.
প্রাণকে ভালবেসেছি প্রতিদিন..
তবু সে মলিন, চির মলিন! বিদায় হবেই একদিন ।


শুরুতে প্রাণের ক্রমিক নং আছে সাজানো
বিদায় বেলায় নেই তার হিসাব গোছানো ।
-------------------------------------