প্রতিবাদ আছে, প্রতিবাদের ব্যাকরণ নেই,
বর্ণ্ আছে,শব্দ আছে, কাব্যের ইতিকথা নেই
নিরপেক্ষতা নেই,আছে কিছু ছন্দহীন শব্দের সমাহার !


প্রতিবাদের ধুম্রজাল শেষ হয়ে কোনদিন
শুভ্রতা যদি আসে,
এই প্রতিবাদ ভালোবেসে বলবে মানুষ,
পৃথিবীর ন্যায্যতা জেগে উঠুক প্রতিবাদীর কণ্ঠে কণ্ঠে..
অসন্তোষ অরাজকতার বিরুদ্ধে সোচ্চার হউক সৈনিকেরা
কিন্ত পদচারণার ভিড়ে সেই সত্যের কন্ঠ দেখি না
আছে কিছু পক্ষের অবলম্বনে নিরপেক্ষতা ।


প্রতিবাদ দেখি, শহীদ মিনার বুঝি না, স্মৃতি সৌধের মূল্যবোধ বুঝিনা
স্বাধীনতার চেতনা আছে কিনা ?
স্বার্থ্ আছে বটে ! তার চেয়েও অন্য কিছু অন্তরালে।
এ এক রহ্যস্য ঘেরা প্রতিবাদ !


একদিন প্রতিবাদ হবে বিনয়াবনত মাথা
সেইদিন আর প্রতিবাদ থাকবে না, প্রতিবাদী হবে লাঞ্চিত, বঞ্চিত, রঞ্জিত
কুট কৌশলের বুঁনা জালে ।
হায়রে প্রতিবাদী তোরা বুঝিস না, পথ ভুলে তোরা চলেছিস …...


পক্ষপাতিত্বের এই দিন শেষ হয়ে কোনদিন
চৈতন্য যদি আসে,
প্রতিবাদী বীর দর্পে বিজয়ী হবে এই বঙ্গ দেশে
বলবে একাত্তর পেরেছিলো সেই লক্ষ শহীদ মুখ.
বলবে লাল সবুজের সাথে ছিলো  এক প্রেমের বন্ধন,
কিছু রক্ত, কিছু প্রাণ তারাও দিয়েছিলো.
এনেছিল বিজয়।


যেখানে ছিলো  নির্ভুল ব্যাকরণ, ছিলো নিবিড় পরিচর্যা
আজ  প্রতিবাদ আছে, প্রতিবাদের ব্যাকরণ নেই,
স্মৃতি সৌধ আছে- চেতনা নেই,শহীদ মিনার আছে -ভাষা নেই.
আছে কিছু স্বার্থের মহরা,আছে কিছু কৃত্রিম ভালবাসা
ঠিক যেন আঁধার কীটেরা লাল-সবুজে মিশে ।
-------------------------------------4-07-2018,